হারিয়ে যায় কতনা কথায়
হারিয়ে যায় হৃদয় ব্যথায়
চোখ জলে ছলছল- (II)
তৃষিত এ'মন শোনে'না বারণ
পিপাসিত মন বোঝে'না কারণ
ভালবাসারই আশায়- (II)
হারিয়ে যায় কতনা কথায়
হারিয়ে যায় হৃদয় ব্যথায়
চোখ জলে ছলছল।
অশান্ত মন ভাঙ্গা পিঞ্জর
প্রেয়সী মন কূলে আন্ধার
মম প্রেমেরই আশায়- (II)
হারিয়ে যায় কতনা কথায়
হারিয়ে যায় হৃদয় ব্যথায়
চোখ জলে ছলছল- (II)
তৃষিত এ'মন শোনে'না বারন
পিপাসিত মন বোঝে'না কারণ
ভালবাসারই আশায়।
হারিয়ে যায় কতনা কথায়
হারিয়ে যায় হৃদয় ব্যথায়
চোখ জলে ছলছল।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ চৈত্র ১৪২৪/২০ রজব ১৪৩৯ হিজরী/৮ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715-244190