আমার কোন ছন্দ
হৃদয়ে দেয় আনন্দ
আমি ধণ্য ওগো ধণ্য
সে'তো তোমার প্রেমেরই জন্য।

আমার কোন সৃষ্টি
পরে তোমার দৃষ্টি
আমি গাইছি ওগো গাইছি
শুধু তোমার পানেই চাইছি।

এই আমার বিশ্ব
হয়ে যায় যাক নিঃস্ব
তবু চাইছি ওগো চাইছি
শুধু তোমায় আমি চাইছি।

তোমার তরে আসা
শুধু তোমায় ভালবাসা
বসে ভাবছি শুধু ভাবছি
দেখ তোমার প্রেমেতে কাঁপছি।

তোমায় ভালবেসে
তব সৃষ্টি'মাঝে এসে
আমি সাজাব কাছে এসে
শুধুই তোমায় ভালবেসে।

আমার কোন ভুলে
অন্যায় অবহেলে
কর ধ্বংস মোরে শেষ
থাক ভালবাসার আবেশ।

ওহে জগতপতি
তবে কেন এ'দূর্গতি
তুমি দেখছ সবই দেখছ
মিছে কেন বসে থাকছ?

এইতো আমার বিশ্ব
চাইনা হোক'তা নিঃস্ব
চল সবাই মিলে
ভালবাসার মিছিলে।

গড়ব সমাজ মোরা
কাননে পুষ্প ভরা
মোরা হাসব সুখে হাসব
লয়ে প্রেম পরশেতে ভাসব।

E-mail: zahidmadaripur@gmail.com

××
আসরের শ্রদ্ধেয় কবিবর শ.ম শহীদ এর "কবি হয়ে লাভ নেই" কাব্যের মন্তব্য-

নেশা তাই লিখে যাই
                       -মোঃ জাহিদ হাসান

অবসরে বাবলু তবে
টিভি দেখে রোজ,
রিমোর্টটা দাও দেখি
বউয়ের প্রথম ডোজ!

বিকালেতে বউ খাটে
চোখ কান তালা,
কার্টুন দেখবে ছেলে
কান ঝালা পালা!

এই বেশ ভাল ছিল
কবিতা লেখা
নিজেকে নিজের মাঝে
লুকিয়ে রাখা!

নাই'হোক ভাল মন্দ
কাব‌্যের ঘর,
অভাবের মোহে নয়
কবিতা'যে অন্তর!