আ.........আ.........আ.........
আ.........আ.........আ.........
আ.........আ.........আ.........
ভিজে না এ মন
আ.........আ.........আ.........
বারিষ ধারায় ভিজে
তরু লতা বন
তবু ভিজে না এ মন।
আ.........আ.........আ.........
আ.........আ.........আ.........
দহন জ্বালায় পোড়ে
দহন জ্বালায় পোড়ে
আমার এই মন,
বারিষ ধারায় ভিজে
বারিষ ধারায় ভিজে
তরু লতা বন,
তবু ভিজে না এ মন।
আ.........আ.........আ.........
আ.........আ.........আ.........
এত করে চাই প্রিয়
ভিজাতে এ মন,
বারিষ ধারায় ভিজে
তরুলতা বন,
তবু ভিজে না এ মন।
আ.........আ.........আ.........
আ.........আ.........আ.........
বারিষ ধারায় ভিজে
তরুলতা বন,
তবু ভিজে না এ মন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ/১১ রমজান ১৪৪১ হিজরি/০৫ মে ২০২০ খ্রিস্টাব্দ।