ভাবিস না এ কাব্য কথা তোকেই নিয়ে লেখা,
তোর নয়নে নয়ন রেখে আমার বিশ্ব দেখা।
তোর বিরহে এখন আমি হই না অস্থির,
জীবন রণে যায় হারিয়ে তোর সে মস্ত বীর।
তোর প্রভাতে রবির সাথে মিষ্টি পাখির শিস,
আমার সকল দিবস রাতি গলে ঢালে বিষ।
তোর আকাশ তোর বাতাস তোর সকল সুখ,
অভুক্ত রাত ঝলসানো চাঁদ উদাস আমার মুখ।
খেলছিস তুই রঙের পাশা রঙিন বিজলী ঘরে,
শূন্য পকেট বাজার রকেট দম পোঁড়া অন্তরে।
তোর মহাসুখ আমার অসুখ কিবা হবে তায়,
কারও সকাল অর্থগোপাল কেউবা মরে যায়।
বিচার আসন সত্য ভাষন সব যদি যায় থেমে,
উপর থেকে মহান প্রভূ আসবে কি আর নেমে?
যতই করিস রূপের বড়াই টাকার অহংকার,
আসলে সমন করবি গমন সব হবে সংহার।
অর্থের মোহ ছুটি পরিগ্রহ সকল সুখের মূল,
বুঝিনাই যা মিছে মোহ তা সবই ছিলো ভুল।
মানবের তরে জন্ম আমার মানবের সেবাব্রত,
ধর্মের বাণী অমিয় তা জানি সততই অবিরত।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/২৮ মহররম ১৪৪১ হিজরি/২৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।