৭ই মার্চ, ১৯৭১, সময়: ৩:৩০ মিনিট,
স্থান: রেসকোর্স ময়দান।
আকাশ জুড়ে বৈরী ঝড়...
হায়েনার বোমারু বিমান, হেলিকপ্টার, গানশিপ,
দশ লক্ষাধিক জনতার কবি শেখ মুজিব।
শব্দ সংখ্যা ১৩০৮, সময় ১৯ মিনিট,
পোডিয়ামের উপর রাখলেন চশমা।
অপেক্ষার প্রহর .. স্বপ্নের কবিতা..
মাউথপিসে তুললেন জীবনের সূরঃ
"ভাইয়েরা আমার"
গাইলেন একটি জাতি রাষ্ট্রের মহান কাব্যগাথা,
নির্যাতিত বাংলার বাঁচার প্রবল আকুতি।
অজেয় সে প্রবল বিপ্লবী মহাকাব্য বান,
দাড়ি, কমা, সেমিক্লোন নির্ভূল সংযোজন।
"সাত কোটি মানুষকে
দাবায় রাখতে পারবা না।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
অমর সে মহাকাব্যে
নিরস্ত্র বাঙালী মন্ত্রে হল সশস্ত্র।
দীর্ঘ ৯ মাসের সংগ্রাম, ৩০ লক্ষ প্রাণ,
৪ লক্ষ বোনের ত্যাগে লাল সবুজের মান।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/২৯ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/০৭ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।