বাংলা সনের ষড় ঋতুতে
মাধুরিত মধু মাস,
ফলের ভারে বৃক্ষ শাখে
সুবাসিত তার আঁশ।
বিমোহিত ঘ্রান মৌ গুনগুন
আম কাঁঠালের বাগে,
পৌর যুব তরুন শিশুর
মধু শিহরণ জাগে।
লিচু জাম তরমুজের স্বাদ
বাংলার ঘরে ঘরে,
জ্যৈষ্ঠের তাপে হীম তালসাস
দেহ শীতল করে।
হিমসাগর আর হাড়ীভাঙ্গা
মধুর কত নাম,
ঘুমঘুম চোখ মধুর পূলক
রক্ত ধারার জাম।
আতা আনারস আরও কত
মিষ্টি মধুর ফল,
প্রভুর কৃপায় মধুর উপহার
খেয়ে বাংলার জল।
মধু মাসের মধুর রসে
মধুর ফল খাই,
এমন স্বাদের ফল ভুবনে
আর কোথাও নাই।
বাংলার ফল বাংলার জল
বাংলা আমার মা,
তোমায় ছেড়ে মাগো আমি
কোথাও যাব না।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/১৪ রমজান ১৪৩৯ হিজরী/৩০ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190