এই মেঘলা দিনে
বারিষ গগনে,
ঝিরিঝিরি ঝরে
যায় ঝরিয়া। ........(II)
আজ সখির বিহনে
মুকুল কাননে,
শত কলি ঝরে
পরে ঝরিয়া।
আজ মেঘলা দিনে
সখির বিহনে,
শত কলি ঝরে
যায় ঝরিয়া।
এই তিতলী ঘনঘোর
ভাঙ্গিল প্রাণডোর,
বিরহী এ মন
উঠে কাঁদিয়া।
তবুও জ্বরা ক্ষয়
রোধগো প্রাণময়,
আকুল এ প্রাণ
সাধে সাধিয়া।
আজ মেঘলা দিনে
বারিষ গানে,
ঝিরিঝিরি ঝরে
পরে ঝরিয়া।
আজ মেঘলা দিনে
সখির বিহনে,
শত কলি ঝরে
যায় ঝরিয়া।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ/০২ সফর ১৪৪০ হিজরী/১৩ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com