অপরূপ তোমার রূপে কি সুধা আছে
জানি না কি হল আমার।
ও মনের অতল তলে হারিয়ে গেলে
ক্ষতি কি হবে গো তোমার।
প্রেমের ঐ নয়ন তারায় হারাই যদি
সলিলে সিন্ধু সেঁচি মুক্তো অবধি।
তাতে কি তোমার কোন বারন রবে
বল কি হবে গো আমার।।
এ জীবন ভাসাতে চাই তোমারই সনে
বারিষও ঝরে এ মন মহুয়া বনে।
প্রেমেরই ময়ূর-পঙ্খী পেখম মেলে
উড়িলে কি হবে গো আর।
অপরূপ তোমার রূপে কি সুধা আছে
জানি না কি হল আমার।
ও মনের অতল তলে হারিয়ে গেলে
ক্ষতি কি হবে গো তোমার।
# #
আমার অত্যন্ত প্রিয় গায়ক শ্রীকান্তের গাওয়া তালাত মাহমুদের "রূপের ঐ প্রদীপ জ্বেলে কি হবে তোমার" গানে মুগ্ধ হয়ে উক্ত গানের সকল কলাকুশলীদের শ্রদ্ধাস্বরূপ একই সুরে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/০৭ সফর ১৪৪০ হিজরী/১৮ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com