সামাল সামাল চলরে মাঝি
সামাল সামাল চল,
পূব আকাশে মেঘ জমেছে
অন্তরে তোর অনল।
ঈশান কোনে মেঘের মাদল
জমছে ঘন কালো,
ভর দুপুরে মন মাজারে
নাইরে কোথাও আলো।
পাঠের সকল শিক্ষাবিতান
ভেজছে ঝড়ের জলে,
কেমন করে রুখব আমি
পুঁড়ে অন্তর অনলে।
একই সাথে ছিল তবে
হেথায় মোদের বাস,
ঝড়ের তোপে কাঁপছে আজি
বাগের দূর্বা ঘাস।
টাকার কলে মাকাল ফলে
কি'পাব তার স্বাদ?
চেয়ারে বসে হিসাব কষেন
সমাজ যে বরবাদ।
এই'না ঝড়ের কালেও কেহ
লুটে পুটে খায়,
মোর অভাগীনি মা জননী
বারেক ফিরে চায়।
ধর্ম যাজক পরিব্রাজক
হেথায় কত কথা,
কোথাও কি বলেছিলে
শিশু হত্যার কথা?
কালের কলি ফুলের অলি
কতনা মধুর কথা,
দেশের তরে নাই'কি তবে
কারোর মাথা ব্যথা?
মানুষ নামের মানুষগুলো
যেন মেশিন যান,
মনুষ্যত্ব আজি শিকোয় তুলে
চলছে যে জলযান।
কলির কালে ছুটছে গাড়ী
সময় অনেক কম,
চল মনুষ্যত্ব জাগিয়ে তুলি
থাকে যদি শরম।
আমার আমি ভেবে ভেবে
দিচ্ছি সদাই ডুব,
মানুষ নাকি পশুর স্বরুপ
মন এখনও চুপ?
মানুষ হয়ে জন্মেছি তাই
মানুষ হয়েই থাকি,
মনের সকল অমানুষকে
কোরবানী দিয়ে রাখি।
বিশ্ব সমাজে হাসির আলোয়
খেলবে সকল শিশু,
কেউ মুসলিম কেউ হিন্দু
বৌদ্ধ নয়তো যিশু।
যে নামেই ডাকি তোমায়
ঈশ্বর নয় ভগবান,
সৃষ্টি সকল তোমারই তরে
আল্লাহ মেহেরবান।
স্থান: সাভার
তারিখ: ২৩.০৩.২০১৮ইং
E-mail: zahidmadaripur@gmail.com