আমার জন্ম সৃষ্টি সবি তোমার তরে,
আজও তোমায় খুঁজি মা'গো এ অন্তরে।
সেই তো বাবা চলে গেল আর না বলে,
অগ্নি তুষে হৃদয়ে পোষ নানান ছলে।
আঁচল পাতি মঙ্গল বাতি তুমি জ্বালো,
নির্বোধ আমি চাও'মা তুমি সদা ভালো।
ভালোবেসে রাধার আশে তোমায় ভুলি,
মোহের ভুল কন্টক ফুল হাতে তুলি।
মা চরণ হৃদয় হরণ তৃপ্তি ছোঁয়া,
ক্লান্তি হেরি শ্রান্তি ভরি স্নেহময়ী মায়া।
থাকতে ক্ষণ রং পিয়াসী চিত্ত ভোলো,
নয় সুদূর মেঘ মেদুর দোর খোলো।
মায়ের ভালোবাসায় যেন বেঁচে থাকি,
মায়ের তরে দু'চোখ ভরে স্বপ্ন আঁকি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/১০ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৭ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।