খুব'করে মন চায়'যে মাগো
তোকেই ছুঁয়ে দেই,
ঘোর ভেঙে যায় পরক্ষণেই
তুই'মা কাছে নেই।
হাত'ধরে তোর হাঁটতে শেখা
ছুটছি তেপান্তর,
তোর সে'হাতের কোমল পরশ
খুঁজে ফিরে অন্তর।
কুয়াশার ভোর শীতের পিঠায়
ভাই বোনে খুনসুটি,
নিষ্ঠুর মা কেমনে করলি
মায়ার বাঁধন টুটি।
হিমহিম রাত নকশী সেলাই
কাঁথা শরীরে চেপে,
তোর আঁচলের উষ্ণ পরশ
বুকেতে বিরহ ছেপে।
এখন অবস রাত্রি কাটে
চাঁদের পানে চেয়ে,
এই মনে'হয় আসছিস মা
তারার নৌকা বেয়ে।
তোর সে'খোকা এখনাে মা
তোরই সোহাগ চায়,
চাঁদ তারাতে বিরহী শান্তি
(যদি) মা'কে পাওয়া যায়!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/১৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৩ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।