কেমন তর তুমি আর কেমন আমি,
বুঝি না কিছুই তার জানে অন্তর্যামী।
কুসুম প্রাতে তোমার হাতে বিশ্ব চলা,
হঠাৎ ধীরে দেখি ফিরে এই অবলা।
মধুর বোল মা আঁচল সোহাগ মাখা,
জন্ম ঋণ বেহেশত বীণ শান্তি পাখা।
আসি বলে গেলে চলে অপেক্ষায় থামি,
অবশেষে অন্ধবেশে নিশি যায় নামি।
বিশ্ব অক্ষ শুণ্য বক্ষ চলছে দুনিয়া,
মায়ার মোহে ক্রন্দন দ্রোহে অক্ষিপ্রিয়া।
সম্পর্ক নামে বাজার দামে অর্থে বেচে,
মায়াজাল ছাড়ি কত সুখসারি যেচে।
মিছে প্রেমডোর আগামীর ভোর আসে,
মন আজো প্রেমময় স্বপ্ন সুখে ভাসে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ/০৪ রবিউস সানি ১৪৪০ হিজরী/১২ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।