কেমনে চলে এ মাটির দেহ
বুঝলাম না তার কারসাজি,
ক্ষণে হাসায় ক্ষণে কান্দায়
দম দেওয়া এক ঝাড়বাতি।--(ll)
কত লোভে লোভী সুজন
সঙ্গ লোভে গন্ধম এ মন,
বিশ্ব ধরায় লোভের নেশা
চিত্ত সুদ্ধ করবে কি!
কেমনে চলে এ মাটির দেহ
বুঝলাম না তার কারসাজি,
ক্ষণে হাসায় ক্ষণে কান্দায়
দম দেওয়া এক ঝাড়বাতি।
কেন আইলি কেন গেলি
ভাবলি না মন রং মাখালি
রক্ত রঙে হাত রাঙালি
মানব জন্ম বুঝবি কি!
কেমনে চলে এ মাটির দেহ
বুঝলাম না তার কারসাজি,
ক্ষণে হাসায় ক্ষণে কান্দায়
দম দেওয়া এক ঝাড়বাতি।--(ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/০৮ সফর ১৪৪১ হিজরি/০৮ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।