ফ্লাইওভারের ধুম ভুখা পাবলিক,
সকালের রবিকণা চিকমিক দিক।
মুঠোফোনে আলাপন শিরোমনি কথা,
সফেদ নিকষ মোহে বাক প্রীতিলতা।
বিলাস বহুল বাড়ী ম্যানহোল কাড়ি,
ঘুমে আর নির্ঘূমেই স্বপ্নসৌধ পাড়ি।
লাল নীল পানি বাতি ডাস্টবিন রুটি,
উদরে স্যাম্পেন ঢেলে চেঁপে ধরা টুটি।
মানবের মাঝে খুঁজি সভ্যতার রথ,
তিমির আঁধার ভেদি আলোকিত পথ।
মানুষ হই যে আগে মানবের লাগি,
আবেগ বৃথাই সব কেবলি বিবাগী।
সৃষ্টিরই কৃপা মােহে সতত চেতন,
মানব রূপেতে জন্ম মানবে মরণ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/০৫ মহররম ১৪৩৯ হিজরী/১৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com