এই তো এখানে বয় সভ্যতার স্রোত
দিনমান কানামাছি মরীচিকা পোত!
মিশরীয় সভ্যতায় জীবনের গান,
মেসোপটেমীয় পাটি গনিতের মান।
অষ্ট্রেলীয় মঙ্গলীয় নিগ্রো ককেশাস
সেনোজোয়িক যুগের হোমাে স্যাপিয়েন্স।
পিরামিড নীল নদ নভো খেয়া যান,
সভ্যতার বিবর্তনে এ ধরা মহান।
যুগে যুগে সভ্যতার কত না বিকাশ,
মানবের মাঝে তার আনন্দ প্রকাশ।
মানবিক মানবতা নাই যদি থাকে,
সতত-ই এ সভ্যতা পড়বে বিপাকে।
সভ্যতার মাঝে চাই মানবতা মন,
বিশ্ব শান্তি হৃদয়ে তে খোঁজে অনুক্ষণ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২ রবিউস সানি ১৪৪১ হিজরি/৩০ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।