কি যে ভাবি এ কি যন্ত্রণা
বুকের ভেতর কু মন্ত্রণা,
আলো খুঁজি এই অন্ধকারে
ঘুম বালিশ আজ বন্ধ ঘরে!
পঙ্গপাল ঐ দিচ্ছে হানা
যাচ্ছি কোথা দিক অজানা,
করোনা ঝড় উতলা এ প্রাণ
কে কবি গাহে জীবনের গান!
বাজার অস্থির সঞ্চয়ী রণ
মানবতা মন কোথায় সুজন,
ভরছি গোলা অগাধ ঝোলা
মরছে মরুক অনাথ পোলা!
তোমার ভুলে আমার চুলে
জীবনের জট কে বা খোলে!
রোষের অরূপ স্বরূপ দোষে
জীবন গাড়ি আলসে মোষে!
আর কতকাল এসব ভাবা
হিংস্র নখের থামবে থাবা,
শুণ্য-তে আসা প্রেমের ভবে
শুণ্য-ই যাওয়া কি লাভ হবে!
মহামারী এই প্রলয়ের ঝোঁক
মানবতা মনে জাগ্রত হোক,
সকলে মিলে হই সচেতন
করোনা নিপাত প্রত্যয় এ মন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ/২৫ রজব ১৪৪১ হিজরি/২১ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।