ভালোবাসা নয় শুধু আপনার সুখ,
ভালোবাসা বেঁধে রাখা প্রীতিময় মুখ।
ভালােবাসা অকাতরে আত্মদান সবে,
ভালোবাসা ভোগে নয় চিত্ত অনুভবে।
ভালােবাসা গড়ে বাসা শ্রদ্ধা ভক্তিময়,
অনাগত আগামীর মননে প্রত্যয়।
ভালোবাসা ছাড়া এই সৃষ্টি ধরাধামে,
অকুল পাথারে ঘোর অমানিশা নামে।
স্রষ্টার সৃষ্টির সব ভালোবেসে গড়া,
আজ এ বিরহী মন ডাক হরকরা।
সুখে দুখে ভালোবেসে থাকি পাশাপাশি,
বিপদে আপদে মন সাথী সুখে হাসি।
মানবের ভালোবাসা বড় প্রয়োজন,
কাব্য কবিতায় প্রিয় এই আয়োজন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২০ সফর ১৪৪১ হিজরি/২০ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।