স্বপ্ন নিয়েই বাঁচি সবাই
স্বপ্ন পূরণ আশা,
সব স্বপ্ন হয় না পূরণ
এ'মনে স্বপ্ন বাসা।
অন্ধ মোহে লভিতে স্বার্থ
ছুটছি গোলক গ্রহে,
হয়নি দেখা কেবলি একা
বন্ধু বিহীন দ্রোহে।
বন্ধু তোমার হৃদয়ে আমায়
একটু দিও ঠাঁই,
জীবন মরণ রঙিন ভূবন
আর কিছু না চাই।
হয়তো বলা হবে না'কো
শেষ বিদায়ের কাল,
হৃদয়ে তোমার থাকলে বন্ধু
বাঁচব অনন্ত কাল।
মানবের তরে জন্ম আমার
মানবের মাঝে বাস,
থাকতে ক্ষণ কররে মন
হৃদয়ে প্রেমের চাষ।
এক জীবনে লক্ষ বছর
বাঁচার বড়ই আশ,
সৃষ্টি প্রেমে উজারী জীবন
হৃদয় কুটিরে বাস।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ/২১ রমজান ১৪৪০ হিজরি/২৭ মে ২০১৯ খ্রিস্টাব্দ