বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "আলগা করো গো খোপার বাঁধন" এর ছায়া অবলম্বনে-
লালন ডাকে কয় রে বুলবুল
মানব জনম প্রেম মাশুল,
প্রভাত রবি এ প্রাণের কবি
সৃষ্টি সব ই ছিলো কি ভুল! ........ (ll)
প্রেম বাগানে মধুপে টানে
লোভ লালসায় রয় মশগুল,
কোন সে আশায় কার পিপাসায়
মানব দেহে ফোঁটায় হুল!
লালন ডাকে কয় রে বুলবুল
মানব জনম প্রেম মাশুল,
প্রভাত রবি এ প্রাণের কবি
সৃষ্টি সব ই ছিলো কি ভুল!
কত নবী কত না রাসুল
এসেছে ধরায় ফোঁটাতে ফুল,
কত মুনি কত না ঋষি
সত্য সন্ধানে সদা ব্যাকুল।
লালন ডাকে কয় রে বুলবুল
মানব জনম প্রেম মাশুল,
প্রভাত রবি এ প্রাণের কবি
সৃষ্টি সব ই ছিলো কি ভুল!
স্রষ্টা তো এক সৃষ্টি জগত
খোদার প্রেমে হয়ে আকুল,
তবে কেন এ মানব জনম
ধ্বংস ভুলে পাবে কুল!
লালন ডাকে কয় রে বুলবুল
মানব জনম প্রেম মাশুল,
প্রভাত রবি এ প্রাণের কবি
সৃষ্টি সব ই ছিলো কি ভুল!
লালন ডাকে কয় রে বুলবুল
মানব জনম প্রেম মাশুল,
প্রভাত রবি এ প্রাণের কবি
সৃষ্টি সব ই ছিলো কি ভুল! ........ (ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/২১ রবিউস সানি ১৪৪১ হিজরি/১৯ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।