তোমায় নিয়ে হয় মা-দিবস মননে লাগে ব্যাথা,
কেমনে শোধিব জন্ম ঋণ মধুর প্রীতিময়তা।
জন্মেছিলাম তোমার উদরে তব করুনা লয়ে,
কত'শত ব্যাথা সয়েছিলে বুকে শুধু সৃষ্টি জয়ে।
প্রসব বেদনা ভুলে মুখে হাসি দেখে শিশু মুখ,
বুকেতে জড়ায়ে নিলে তুমি মা ভুলে সকল দু'খ।
তোমার আঁচল ধরেই মাগো ছুটি যে বিশ্ব জয়ে,
তবুও কেন পারিনি রূধিতে নিজের অবক্ষয়ে।
মিছে প্রলোভনে হীন মানষে কত দিয়েছি ব্যাথা,
হৃদয়ে ক্ষত লুকায়েছ বুকে কত না বলা কথা।
মা-ইতো আমার জিয়ন কাঠি বেহেশতের দোর,
তোমার দোয়ায় রক্ষে কত কাল অমানিষা ঘোর।
মায়ের জন্যই জন্ম আমার মৃত্যুও যেন হয়,
মায়ের ভালোবাসায় বাঁচি ভবে ওহে দয়াময়।
ভ্রাতা ও ভগ্নি সকল জনায় বিনয়ে নিবেদন,
মায়ের ভালোবাসায় নিজে সদা করি সমর্পন।
মায়ের জন্য একটি দিবস কেনই তবে হয়,
মায়ের তরে জীবন আমার মৃত্যু অবধি রয়।
# #
একটি সনেটিক কাব্য প্রয়াস
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৭ শাবান ১৪৩৯ হিজরী/১৪ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190