মাজরায় খায় সোনালী শস্যের শীষ,
পরক্ষণে উইপোকা প্রিয় সুবাশিষ।
প্রতিবাদ প্রতিরোধে ক্ষয় শবাকার,
দামাল বাংলায় বাঁচার অধিকার।
মাতাল হায়েনার খুবলে রক্তদাঁত,
দোসর পশু প্রমত্ত জীবনপাত।
পাজর ভাঙ্গার রক্ত সবুজের বুকে,
স্মৃতি অম্লান ঝণ্ডা জয়ী খগোল মুখে।
রায়ের বাজার শহীদের খুলি রয়,
প্রেতাত্মা এখনও গ্রেনেড হামলায়।
বিরঙ্গনা যাতনা নাহি ভুলিতে পারি,
মর্ম বেদনা জাগো বাংলার কাণ্ডারী।
সবুজের বুকে লাল মায়ের জমিন,
থাকবে চিরকাল অন্তরে অমলিন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ/০৩ রবিউস সানি ১৪৪০ হিজরী/১১ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।