হ‌্যাঁ
তুমি
কেমন
আছ? আমি
আছি, এইতো
রেখেছো যেমন!
গতকাল বান্ধবী
মোনালিসার বিয়ের
অনুষ্ঠানে বাবুকে নিয়ে
গিয়েছিলাম। অনুষ্ঠানের
মধ্যে তোমার ফোন। এত্ত শব্দ
যে তোমার কোন কথাই শুনতে
পারছিলাম না। শোন, আমার মন
খারাপ। ভ্যালেন্টাইন ডে আমায় তুমি
যে রিং-টা দিয়েছিলে, অনুষ্ঠানের মধ্যে..
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
শোন, মনটা খারাপ। কাল রাতে তোমার
সাথে ফোন রাখার পর-ই বাবা ফোন
করেছিলো। পহেলা বৈশাখে ছুটির
সাথে আর দু'দিন ছুটি নিয়েছি।
ছোটনকে নিয়ে বাবা খুবই
চিন্তায় আছে। কাজিন রুমা
আপুকে তোমার বিষয়ে
বলেছিলাম। এবার
তোমাকে নিয়ে তার
বাসায় বেড়াতে
যাব। তোমার
সাথে দেখা
সাক্ষাত
হবে।
তা..

(নেটওয়ার্ক কভারেজ না পাওয়ায় সংযোগটি অকস্মাৎ বিচ্ছিন্ন হয়ে গেল।)

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/১৫ রজব ১৪৩৯ হিজরী/৩ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: 01715-244190