হ্যালো, কেমন আছ তুমি? খুব রেগেছিলে
তাই না? কি করব বল? তুমি বুঝ না?
মেয়েদের কিছু ব্যক্তিগত সমস্যা
আছে। তোমার সাথে বিয়ের পর
শেয়ার করব। তোমার দেয়া
বাসন্তী শাড়ী পরে যখন
তোমার উদ্দেশ্যে বাহিরে
বের হব, ঠিক সেই
সময়ে সব শেষ।
তুমি মনে কষ্ট
পেয়েছ, সরি।
মহি তুমি
আমার
লাভ।
মি...
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
হু
তুমি
আসবে
না, সে কথা
আমায় ফোনে
জানালে কি খুব
ক্ষতি হত তোমার?
বিকাল বেলায় একা
কতক্ষন তোমার জন্য
অপেক্ষায় ছিলাম। এখন
সেই সে আগের মত তোমার
অপেক্ষায় রাবি-র চত্তরে বসে
থাকা যায়? ছোটনের কাছে খেলাম
ধরা। কি আর করা। তোমার কথা বল্লে
ও'তো আম্মাকে বলে দেবে। বন্ধু রাফি এসে....

(পর্যাপ্ত ব্যালেন্স না থাকার জন্য আপনার সংযোগটি এই মূহুর্তে বিচ্ছিন্ন করা হলো।)