হ্যাঁ
তুমি
অনেক
দিন হলো
ফোন দাওনা।
কি হলো তোমার?
আমার উপর কি
তুমি রেগে আছ? কাল
রাতে তোমার ফেসবুকে
ছবি দেখছিলাম। তোমার
সাথে একটা সুন্দরী মেয়ের
কয়েকটা ছবি দেখলাম। কে সে?
জান। আমার খুব হিংসে হচ্ছিল।
আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য
করতে পারি না। তোমার পাশে শুধু আমি...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
শোন, আজ মনটা খুব খারাপ। সকালে
বাবা ফোন করেছিল। ছোটনকে নিয়ে
চিন্তায় আছি। তুমি তো জান ছোটন
রাবি-তে অনার্স করছে। প্রথম
বর্ষে আছে। আজ বাবা বলল,
ছোটন নাকি কিছু খারাপ
ছেলেদের সাথে এখন
ওঠাবসা করে। আমি
বুধবার সন্ধ্যায়
বাড়ী যাব। ওকে
নিয়ে খুবই
ভয় হয়।
তুমিতো
জান
যে...

(নেটওয়ার্ক কভারেজ না পাওয়ায় সংযোগটি অকস্মাৎ বিচ্ছিন্ন হয়ে গেল।)