হ্যালো, কেমন আছ? জ্বর কমেছে? আর
ঠিকমত ডিউটি করতে পারছ কি?
পইপই করে তোমায় বললাম,
সারাদিন একসাথেই দু'জনে
পহেলা ফাগুনের আনন্দেতে
মাতলাম। আজ বাদ দাও,
কাল সাঁঝে নূর জাহান
দেখব। তোমার জোড়া-
জুড়িতে আমি আর
না করিনি। আর
আমার কথা
কখনই
তুমিতো
শোন
না।
... ... ... ... ... ... ... ... ... ... ...
হু
জ্বর
কিছুটা
কম মনে
হচ্ছে। ঔষধ
খেয়েই ডিউটি
করছি। তুমি কাছে
থাকলে ভাল লাগতো।
তোমাকে শাড়িতে সেদিন
কি যে অপরুপ লাগছিল।
আর তৃষিত কাননে তোমার
ছোঁয়া। সে রাতে আমাকে জ্বরে খুব
পেয়েছিল। ছোটন বলছিল আমি
জ্বরের মধ্যে তোমাকে নাকি চাচ্ছিলাম।
বই মেলার কথা বলে কি আসা যায় না? ...
(পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারনে আপনার সংযোগটি এই মূহুর্তে বিচ্ছিন্ন করা হলো।)