হ্যাঁ
তুমি
কেমন
আছ? আমি
আব্বুর সাথে
ডাক্তারখানায়
গিয়েছিলাম। আর
তুমি মুক্তির কথা কি
বল্লে? শোন, মুক্তি আমার
কাজিন। আমি শুধু তোমাকে
ভালবাসি। তোমার কথা শুনে
সারারাত কেঁদেছি। আমি এমন
কি ভুল করেছি, বল? খালু অসুস্থ্য।
হাসপাতালে দেখতে গিয়েছিলাম। ও
আমায় রিক্সায় বাসায় পৌঁছে দিয়েছিল।
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
শোন, তোমার সাথে কেউ থাকবে না আমি
ছাড়া। কেউ আসলে গুলি করে মেরেই
ফেলব। তুমি শুধুই আমার। আর
পায়ের কি অবস্থা? আসছে ভাল-
বাসা দিবসে তোমায় দেখতে
পাব না। কাজের খুব চাপ।
মনে হয় ছুটি পাব না।
খুব কাছে পেতে মন
চায়। জানিনা কবে
তোমায় আমার
আপন করে
পাব। আর
বৈশাখি
ছুটি-
তে....
(নেটওয়ার্ক কভারেজ না পাওয়ায় সংযোগটি অকস্মাৎ বিচ্ছিন্ন হয়ে গেল।)