হ্যাঁ, শোন। আজ রাতের ট্রেনে ঢাকা আসছি।
আগামী শুক্রবার ঢাকার উত্তরায়
আমার ফুফাতো বোনের বিবাহতে
আমি আসছি। তুমি আমার সাথে
থাকবে ঐ অনুষ্ঠানে। তোমার
আব্বুকে আম্মু ফোনে আমার
সাথে অনুষ্ঠানে তোমার
যাওয়ার অনুমতি
দিয়েছেন। তোমার
আমার বিষয়ে
ফুফাতো বোন
সব জানে।
তোমার
সাথে
কি..
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
হু
শোন।
কেন যে
পাগলামী
করনা তুমি!
আম্মু সকালেই
আমায় বলেছেন।
তবে এক শর্তে যেতে
রাজি আমি তোমার সাথে।
শুক্রবার তোমার ফুফাতো
বোনের বিয়েতে থাকব। আর
বৃহস্পতিবার পুরো দিন তুমি
আমার সাথে থাকবা। কোন আপত্তি
আমি শুনব না। বল তুমি রাজী? তুমি
আমি বসুন্ধরা সিনেপ্লেক্সে দেবী সিনেমা..
(পর্যাপ্ত ব্যালেন্স না থাকার জন্য আপনার সংযোগটি এই মুহুর্তে বিচ্ছিন্ন করা হলো।)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/০৪ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৩ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।