হ্যালো, এই তোমার সময় হলো? আমিতো
এখন ডাক্তারের কাছে যাচ্ছি। পা ভাল।
সিঁড়িতে পড়ে একটু মচকে গেছে।
ব্যান্ডেজ করাব। তুমি চিন্তা কর
না। ঠিক হয়ে যাবে। আর শোন
তুমি বৈশাখে ছুটিতে বাড়ি
আসবে? রাবি'তে সাবাশ
বাংলায় কত দিন
হলো তোমার সাথে
বাদাম খাওয়া
হয় না। মিস
করি খুব।
এখন
যাচ্ছি।
হ্যাঁ..
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
হু।
আমি
তোমাকে
কত দিন
বলেছি। সিঁড়ি
-তে সাবধানের
সাথে হাটবা। আর
তোমার কাজিন মুক্তি
-কে আমার ভাল লাগে না।
তারপর ও ওর সাথেই
একই রিক্সায় ঘুরতে হবে?
যাও, ডাক্তারের কাছে যাও। আর
হ্যাঁ, পায়ের এক্স-রে করেছ কি? আগে
দেখ পায়ের কি অবস্থা। আর তোমার
সাথে কে যাচ্ছে? খালাতো ভাই মুক্তি, তাই না?..
(নেটওয়ার্ক কভারেজ না পাওয়ায় সংযোগটি অকস্মাৎ বিচ্ছিন্ন হয়ে গেল)
×× রাবি- রাজশাহী বিশ্ববিদ্যালয় ××