হ্যাঁ
শোন।
কেমন
আছ তুমি?
আজ সকালে
খুব  বৃষ্টি হলো।
বৃষ্টির     ঝাপটায়
ঘুম ভেঙ্গে গেল, আর
তোমার আমার হারানো
সেই   মধুর   সময়   মনে
পড়ে গেল। খুব ভিজতে ইচ্ছা
করছে  তোমার সাথে। কবে বল
ভিঁজব দু'জনে? তোমার পানে চেয়ে
অপেক্ষায়  কাটে  আমার  প্রতিটি দিন।
কবে  আসবে  সেই  মধুর  মিলন   ক্ষণ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
মুরুব্বিরা বলে, সবুরে মেওয়া ফলে। আচ্ছা,
মেওয়া অর্থ কি? তুমি কি জানো? আমার
মনে   হয়   মধুর   টেস্টি  কিছু  হবে।
তা,  তুমি  আমায়  কেমন মেওয়া
খাওয়াবে, আমি  জানতে চাই।
আমি  তোমার  জন্য  সবুর
করছি, তাই না? আর হ্যাঁ
দিন  দুই  আগে  তুমি
রামেকে ডাক্তারের
কাছে গিয়েছিলে
কিন্তু আমাকে
বল  নাই।
তোমার
কোন
স....

# #
মোবাইলে পর্যাপ্ত চার্জ না থাকায় কথা বলার মাঝেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল।
# #

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/২৬ সফর ১৪৪০ হিজরী/০৬ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।