হ্যাঁ, বলো। তোমার শরীর এখন কেমন?
হাসপাতালে তোমার সেবায় আরও
দু'দিন থাকতে চেয়েছিলাম, তুমি
আমায় বাড়ি পাঠিয়ে দিলে। তুমি
জান না, তোমায় অসুস্থ্য রেখে
বাড়িতে আসতে একটুও
মন চাচ্ছিল না। তুমিতো
অফিসে বড় সাহেব।
কত সুন্দরী নার্স
তোমার সেবায়
ব্যস্ত। আমার
খুব ভয়
তোমায়
নিয়ে।
আ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
হু
শোন।
তোমার
পাগলামী
বিয়ের আগ
পর্যন্ত থাকবে।
আমার বাহুডোরে
যেদিন আটকা পড়বে,
সেদিন হয়তো বলবে-
আগেই ভাল ছিলাম। কোন
শর্ত ছিল না। লুকিয়ে লুকিয়ে
প্রেমের মজাই আলাদা। এমন
শেকলে বাঁধব, জীবনেও ছুটতে
পারবে না। শোন, দূর্গা পূজার ছুটিতে
বাড়িতে আসব। একটু সময় হবে কি.....
# #
(প্রয়োজনীয় চার্জ না থাকার কারণে কথা বলার মধ্যেই অকস্মাৎ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল)
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/২৬ মহররম ১৪৩৯ হিজরী/০৭ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com