হু
আমি
তোমার
কে? আমায়
তো তুমি ভুলে
গেছ।  কত  দিন
পর তোমার  সাথে
কথা   বলছি?  এখন
আমায়  তোমার  পছন্দ
হয় না, তাই না? যেই তুমি
একটা  দিনও  কথা  না  বলে
থাকতে  না। আজ  এক মাস পর
তোমার ফোন পেলাম। আমি তোমায়
অনেক বার  কল  করেছি,  কিন্তু  ফোন
অফ  ছিল  তোমার।  অন্য কাউকে পছন্দ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কি বলছ তুমি? অন্য কাউকে মানে? আমি
কি জনে জনে প্রেম করে বেড়াব?  আমি
সেই  যে  ক্লাস  নাইন থেকে তোমায়
ভালবেসেছি   আজও  তার  মোহ
কাঁটেনি। আগে বিয়ে করি, সাত
ভাই  চম্পা  আসুক  তোমার
কোল জুঁড়ে। পরে কখনো
তুমিই   যদি   আমায়
ভুলে  যাও,  তখন
না  হয়  বিকল্প
কাউকে খুঁজে
নেওয়ার
বিষয়ে
ভেবে
দে....

# #
মোবাইলে পর্যাপ্ত চার্জ না থাকায় কথা বলার মাঝেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল।
# #

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/০৪ মহররম ১৪৩৯ হিজরী/১৫ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com