হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ? সকাল থেকেই
মুষলধারায়   শ্রাবণ    ধারা    ঝরছে।
বেড থেকে উঠতে আজ মন নাহি
চাচ্ছে। খুব মিস করছি তোমায়।
তোমার কি মনে পড়ে রাবির
ঝাউতলা, একাকি দু'জনে
পড়ন্ত বিকেলের সেই
কাঁকভেজা  সুখময়
মুহুর্তের   বর্ণালী
স্মৃতি। চল আজ
ভিজি দু'জনে।
চলে এসো
শ্রাবণ
ক্ষনে।
এ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
হু
তুমি
শ্রাবণ
প্রেমে গুল,
আর আমি কি
করব,    কিছুই
বুঝতে পারছি না।
শবে  কদরের  ছুটি
আমার  যে   অবিবাহিত
জীবনপাত হতে  যাচ্ছে, তা
তুমি যান না? তুমি তো আনন্দে
আছ, প্রেমিককে  বাহুডোরে  পাবে।
আর আমার কি হবে? আমি প্রেমিকা
হারাবো  শুধু  তোমায়  পাওয়ার জন্য।
বিয়ের  পরেও কি তুমি আমার  প্রেমিকা......??

# #
(প্রয়োজনীয় চার্জ না থাকার কারণে কথা বলার মধ্যেই অকস্মাৎ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল)
# #

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ/২৩ জিলক্বদ ১৪৩৯ হিজরী/০৬ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190