হ্যাঁ,
শোন।
কেমন
আছ তুমি?
কাল তোমার
ফোন অফ ছিল?
সারাদিন   কতনা
ট্রাই করেছি, একটু
কথা বলার জন্য। তুমি
একবারও  আমায়  কল
করনি। শারিরীকভাবে  তুমি
সুস্থ্য আছ তো? না আমার উপর
অভিমান করে আছ? আমি তোমার
বাসায়  ঈদ  দাওয়াতে  আব্বু  আম্মুর
সাথে কেন যেতে পারিনি, তুমি সব  জান..
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
আমি  কি  করব  বল?  ঈদের  পর  দিন
তোমাকে সাথে নিয়ে আতিকের বাসায়
যাওয়ার প্রোগ্রাম তো আগে থেকেই
ঠিক  করা  ছিল।  ওই   সময়েই
ওরা   সবাই   খালার  বাসায়
নেমন্ত্রনে যাবে, আমি কি তা
জানতাম?  শালা  আতিক
তোমাকে আমাকে  ওর
রুমে  রেখেই   চলে
গেল।  আর  আমি
তোমার সাথে..।
সরি লক্ষী।
আমায়
তুমি
কি..?

(নেটওয়ার্ক কভারেজ না পাওয়ায় সংযোগটি অকস্মাৎ বিচ্ছিন্ন হয়ে গেল।)

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/১৫ শাওয়াল ১৪৩৯ হিজরী/৩০ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190


২) আমার এক শ্রদ্ধেয় বড় আপু (হাজেরা ইলা)- কে উৎসর্গীকৃত "বাবা/মা" কে নিয়ে দু'চরন চেষ্টা আমার। অনাকাঙ্খিত কোন ভুল হলে ক্ষমা মার্জনীয়"

.-.-.-.-.-  বাবা/মা  .-.-.-.-.-
                       মোঃ জাহিদ হাসান

মনের কষ্ট মন বাগানে
অন্তর পুঁড়ে করলাম ছাই
মনের কষ্ট কাহারে সুধাই
ও বন্ধুরে..
মনের কষ্ট কাহারে সুধাই।

শিশুকালে আদর যতন
বাবা মায়ের স্নেহের শাসন
কত'শত লালন তোষন
নিলাম সবই বিনিময় ছাড়াই
ও বন্ধুরে..
জনমদুখী (বাবা/মা) কোথায় গেলে পাই?

মনটা আমার সদাই কাঁদে
মন মজিল মায়ার ফাঁদে
বাবা/মা কে ভুলে আমরা
বাসন্তী প্রেমে দেহমন ভাসাই
ও বন্ধুরে..
জীবনপ্রেম (বাবা/মা) কোথায় গেলে পাই?

জাহিদ পাগল হাতটি ধরি
তোমার তরে মিনতি করি
বাবা/মা-য়ের উপর কেহ নাই (আল্লাহ ব্যতিত)
ও বন্ধুরে..
মা-য়ের পায়ে বেহেশতে নাও ঠাই।

দমের গাড়ী দমের জীবন
দম ফুরাইলে আসবে মরন
দম থাকিতে বাবা/মা স্মরণ
নইলে তোমার কোনই উপায় নাই
ও বন্ধুরে..
পিতা/মাতা কোথায় গেলে পাই।