হ্যাঁ, শোন। আমার খুব ভয় লাগছে। তুমি
কি এ সপ্তাহে বাড়ীতে আসবে? তোমার
সাথে অনেক কথা আছে। দেখা হলে
সব বলব। কাল তোমার বাসা
থেকে বাবার সাথে মনে হয়
কেউ ফােনে কথা বলেছেন।
তুমি তো জান, বাবা খুব
রাগী। রাতে মা-র সাথে
কি যেন বলছিল,
আমার খুবই
ভয় লাগছে।
তুমি ছাড়া
কিছুই
চাই
না...
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
হু
তুমি
যে কেন
ভয় পাও,
আমি বুঝি না।
তুমি যাকে বিয়ে
করতে চেয়েছিলে,
মনে হচ্ছে তুমি তাকে
খুব তাড়াতাড়িই কাছে
পেয়ে যাচ্ছ। আজকে সকালে
আম্মু জানালো, তোমার বাবার
সাথে কালকে আম্মু ও বাবা কথা
বলেছেন। আসছে ঈদে আমাদের
বাসায় তোমাদের পুরো পরিবারের
নেমন্ত্রন। তুমিই বল, তুমি আসছো তো...?
(পর্যাপ্ত ব্যালেন্স না থাকার জন্য আপনার সংযোগটি এই মুহুর্তে বিচ্ছিন্ন করা হলো।)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/১৯ রমজান ১৪৩৯ হিজরী/০৪ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190