হ্যাঁ,
শোন।
কেমন
আছ তুমি?
কাল বিকালে
ছোটনের সাথে
দেখা। তোমার আম্মু
ও সাথে ছিল। ছোটন
আম্মুর সাথে পরিচয়
করিয়ে দিল। ছোটন কিন্তু
অনেক দুষ্ট হয়ে গেছে। বলে,
আমি তোমার একমাত্র বান্ধবী।
আম্মু আমাকে যে কিভাবে দেখলেন!
এমনিতে মনে ভয়। আমি তো লজ্জায়,
সে কি অবস্থা! জানি না তোমাকে পাওয়ার...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
ভালই তো, আম্মুকে পটিয়ে ফেলেছ। আর
এদিকে আমি আম্মুর জেরা ফেস করি।
এখন দাও তোমার আব্বু আম্মুর
ফোন নম্বর, আম্মু দিতে বলেছে।
মনে হচ্ছে এ যাত্রায় তোমার
বাহুডোরে আটকে গেলাম।
এখন ও অনেক কাজ
বাকি। জানি না তোমায়
সুখে রাখতে পারি
কিনা। স্বপ্ন, ভয়
কত কিছু যে
মন মাঝে
ঘুরছে।
এই
কি.....?
(নেটওয়ার্ক কভারেজ না পাওয়ায় সংযোগটি অকস্মাৎ বিচ্ছিন্ন হয়ে গেল।)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/০১ রমজান ১৪৩৯ হিজরী/১৭ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190