হ্যাঁ, বাবার অবস্থা কি? তুমি কেমন আছ?
ছোটনের  কাছে  শুনলাম  তুমি  নাকি
আজ বাবাকে নিয়ে বাড়িতে আসছ?
কালকে তুমি আমার সাথে দেখা
করতে পারবা? আমি আম্মুকে
তোমার আমার সম্পর্কের
কথা বলেছি। বড় খালু
ওদিকে একাট্টা হয়ে,
চাচাতো ভাইয়ের
ছেলের সাথেই
আমায় বিয়ে
দেবে। বল
এ খ ন
আমি
কি?...
... ... ... ... ... ... ... ... ... ... ...
হু
বাবা
কিছুটা
ভাল আছে।
ট্রেনে আসছি,
বিকালে পৌঁছাব।
সন্ধ্যায় আতিকের
বাসায় যাব। তুমি কি
আতিকের বোন ঝর্ণাকে
গান শিখাতে আজ সন্ধ্যায়
ওদের বাসায় যাবে? তাহলে
ওখানেই তো দেখা হবে। না হয়
ওর  বাসায়  রাতের  খাবার  পর্ব
সেরে আমার বাইকে তোমার বাসায়
পৌঁছে দেব। কতদিন হল তুমি আমার ...

(ট্রেন স্টেশনে এসে যাওয়ায় বাবা ও ব্যাগ সমেত ট্রেনের বগিতে উঠতে হবে। তাই, অগত্যা বাধ্য হয়েই ইচ্ছা থাকা সত্ত্বেও সংযোগটি বিচ্ছিন্ন করা হলো।)

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২২ শাবান ১৪৩৯ হিজরী/৯ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190