হ্যালো, এই তোমার সময় হল? কালকে
সারাদিন তোমার ফোনের অপেক্ষায়
ছিলাম। কিন্তু তুমি একটিবারও
আমার কথা মনে করনি। আমি
রুমা আপুর বাসায় তোমার
বিয়ের জন্য ইন্টারভিউ
যে দিলাম, তার রেজাল্ট
কি? তুমি একবারও
ভাবলে না, কতটা
উৎকন্ঠায় যে
তুমি আমায়
রাখ। প্লীজ
বল না।
তুমি
কি.....
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
হু
তুমি
তোমার
বিয়ে নিয়ে
আনন্দে আছ,
তাই না? আমার
এদিকে যে জীবন
যায়, সেই খবর কি
রাখ? তোমাকে তোমাদের
বাসায় পৌঁছে দিয়ে বাসায়
ফেরার সময় ছোট্ট একটা
এক্সিডেন্টের মুখে পরেছিলাম।
বৌ-বাজারের মোড়ে ছিনতাইকারী
পাশের রিক্সায় এক ভদ্র মহিলার
ব্যাগ ধরে দিল টান। আর আমি অমনি.....
(পর্যাপ্ত ব্যালেন্স না থাকার জন্য আপনার সংযোগটি এই মুহুর্তে বিচ্ছিন্ন করা হলো।)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৮ রজব ১৪৩৯ হিজরী/১৬ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190