হু
হ্যালো
কেমন
আছ তুমি?
এই ক'দিন
কোথা ছিলে তুমি?
ফোন অফ ছিল যে?
কি হয়েছিল তোমার?
আমায় কষ্ট দিয়ে সুখ
পাও? শোন আমার মাস্টার্স
সার্টিফিকেট পেয়েছি। তোমার
অফিসে একটা চাকরীর ট্রাই
কর। তাহলে তোমায় হারাতে হবে
না। পরে না হয় আমাদের দু'জনার
পরিবারকে আমাদের বিষয়ে জানাব।
... ... ... ... ... ... ... ... ... ... ...
হ্যাঁ, শোন, আমার রুমমেট নূর এর মা
কাল মাঝরাতে ব্রেন স্ট্রােক করেছেন।
নূর এর মা ছাড়া আর কেউ নেই।
ফোন রুমে রেখেই ওর বাসায়
গিয়ে ওর মাকে হাসপাতালে
ভর্তি করি। চার দিন পর
আজ সকালে ম্যাচে এসে
দেখি মোবাইল অফ।
চার্জে দিলাম আর
প্রথম তোমার
ফোন। তোমার
পেপারস্
পাঠাও।
আর
হ্যাঁ .....
(পর্যাপ্ত চার্জ না থাকার কারণে মোবাইলটি বন্ধ হয়ে গেল)।
প্রিয় কবিবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য লেডিস ফাস্ট পর্ব-১, উৎসাহ পেলে চেষ্টা অবিরত।
মানবের ভাল লাগার মধ্যে বাঁচিবার বড়ই স্বাদ।