হিম হিম ঐ শীতল জলে
ঝর্ণার রোদন ঝরে,
হাড় কাঁপা এ নিশিতে বন্ধু
তোমাকেই মনে পড়ে।
বালিকা শুকানো রােদ চুলে
হায়েনা খামচে ধরে,
সভ্যতার এ অসভ্য ক্ষণে
কেমনে থাকি যে ঘরে।
মৌলবাদের বিষম ফোঁড়া
রূপ অরূপের ঝাণ্ডা,
এনআরসি ট্রাম ধরেছি
ঘোড়ার ডিম না আণ্ডা?
ধর্মের কল বাতাসে নড়ে
বাতাস নাড়ায় কে সে?
ক্ষমতার দম্ভ ভাঙ্গ স্তম্ভ
অক্ষয় কোন জনা সে!
সভ্যতা মন অসভ্য সুখ
ভেঙ্গ না দেয়াল তার,
আজ এ ক্ষণে জীবন রণে
ক্রন্দন মানবতার।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/১১ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/০৮ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।