চলছে বুকে মাতাল ঝড়,
বরষা বালু বুকের উপর।
বানের জলে টলছে দেশ,
হরি লুটের নেইকো শেষ।
ধ্বংসে জীবন নেশার জয়,
মানবতার আজ অবক্ষয়!
স্কুল গেইটে মায়ের মরণ,
মন্ড আতঙ্ক সম্ভ্রম হরণ।
নালিশ বালিশ উঠছে ফুলে,
বেইমানের চক্র সদল বলে।
শিক্ষিত জাতির সভ্যতা নেই,
অনিশ্চিত আগামী হারায় খেই।
মারিস থাবা ক্ষুধার্ত মুখে,
রক্ত ক্ষরণ অভাগা বুকে।
প্রকৃতি ক্ষয়ে নেইকো লাজ,
বুঝবি মাথায় পড়লে বাজ।
হরণ মরণ করেই বরণ,
শহিদ স্মৃতি হৃদয়ে স্মরণ।
মায়ের মলিন বদনের রেশ,
গড়বো সোনার বাংলাদেশ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ জুলাই ২০১৯ খ্রীষ্টাব্দ।