কোরবানুন/কেরবানুন থেকে আসে কোরবানি,
মুসলিম উম্মাহর পিতার সুন্নত বলে মানি।
ইব্রাহীম (আঃ) আল্লাহর হুকুমে দেখিলেন স্বপন,
তাঁর নৈকট্য লাভে প্রিয় বস্তু করিতে সমর্পণ।
১৩ বছরের ইসমাইল (আঃ) শুনিল স্বপ্ন কথা,
পুত্র আকাঙ্খা প্রভু হুকুম পালনের ব্যকুলতা।
পথিমধ্যে ৩বার প্রতারিতে চেষ্টায় শয়তান,
প্রতিবারই ৭ কঙ্কর নিক্ষেপে তাকেই তাড়ান।
শক্ত বাঁধন, বস্ত্র সামাল ছেলের এ আবেদন,
বস্ত্রে লহু ছাপে মা'র ব্যকুলতা- বিনয়ী বোধন।
ধৈর্যে অটল ইব্রাহীম (আঃ) রবের হুকুম পালন,
একমাত্র পূত্র ললাটে অশ্রুসিক্ত ছুরি চালন।
কাত করে সুইয়ে ছুরি অতি প্রিয় পুত্রের গলে,
আল্লাহর এ পরীক্ষায় উত্তীর্ন ইব্রাহীম (আঃ) হলে।
পুত্র পরিবর্তে জান্নাতী ভেড়া করেন কোরবানি,
আল্লাহর প্রেমের মহান ইতিহাস সবে জানি।
সালাত আদায়ের পর আমরা কোরবানি করি,
কবুল কর কোরবানি বিনয়ে তোমাকেই স্মরি।
# #
কোরবানির ইতিহাস সম্পর্কিত কাব্য কথায় অনিচ্ছাকৃত কোন ভুল হলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সম্মানিত পাঠক/কবিবন্ধুদের বিনয়ের সাথে ভুল সংশোধনের সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৭ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/১০ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/২২ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190