কল্পলোকের স্বপ্ন নিয়ে
কাব্য চরিত আঁকি,
ভালোবাসার চিত্ত সুখে
তোমায় নিয়ে থাকি।
তোমার সনে বাঁধব বাসা
নীল নীলিমার পর,
সুখের সারি গাইব দু'জন
দিয়ে মন অন্তর।
হ্নদয় মম নীলের সম
উদার করে নেব,
নিজের সকল মন্দগুলো
মুছে ফেলে দেব।
বাসব ভালো তোমায় আমি
নিজের থেকে বেশী,
মধুর পরশ প্রেমের ছোঁয়া
হবেই তুমি খুশি।
মেঘের পেজা তুলো দিয়ে
গড়ব বাসর ঘর,
সুখের নহর বইয়ে দেব
দেহ মন অন্তর।
হঠাৎ ডাকে মিষ্টি মধুর
স্বপ্ন গেল টুটে,
হল্লা পাড়ার আঁধার তাড়ায়
হল কি বিদঘুটে?
চোর পড়েছে পাশের বাড়ি
নিল দামী সব,
তাইতো এমন গভীর রাতে
ভীষন কলরব।
কল্পলোকের মধুর বাসর
অধরাতেই টুটে,
আঁধার রাতে চোরটি কেন
এতটা বিদঘুটে?
আসবে কবে এমন নিশি
স্বপ্নমগ্ন ঘুম,
কল্পলোকের আসর বাসর
প্রেয়সী গলে চুম!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/২০ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/১ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190