তুমি আসবে বলে নির্ঘুম রাতে
নিদ নেই মোর আঁখি পাতে,
জেগেছি একাকী ফুল শয্যা পাতি
আসবে প্রিয়া নিরব গভীর রাতি।
তুমি এসেছিলে কোকিলের কুহু তানে
প্রেম বিরহের মৌন মগন গানে,
প্রেমিকের বিমুগ্ধ প্রেম কামনার আশে
প্রেমিকার ললাটে তিলক কণায় ভেসে।
বিদ্রোহী বীরের তীব্র প্রত্যয় অঙ্গীকারে
জীর্ণ কুটিরে মায়ের শীর্ণ আদরে,
ছলছল প্রবাহিতে নদের উচ্ছল জলধার
প্রকৃতি মোহিত পবন প্লাবন নিরাকার।
অনলের ঐ রক্তিম লেলিহান শিখা
শশীর উদয় রবির আলোক রেখা,
তুমি এসেছিলে বিজয় নিশান লয়ে
ভগ্ন হৃদয়ের ব্যর্থ কামনা হয়ে।
কৃষকের ঘামে নবীন সবুজ কণা
কৃষানীর মন চুঁড়ি ফিতে আনমনা,
বাউল গানের সুর বাজে সুমধুর
জরা ব্যাধি ক্লেশ বেদনা বিধুর।
তুমি এসেছিলে গভীর মগন রাতে
ঘুম পাড়ানিয়া মুদেছিল আঁখি পাতে,
আয়োজন মোর বৃথা হল সবই
তোমায় বিহনে কেমনে বাঁধিবে কবি?