কবিতা তুমি নিকষ তিমিরে জীবন প্রদীপ জ্বলা,
কবিতা তুমি আকুল আবেগ উতলা প্রেমবালা।
কবিতা তুমি হানিবে আঘাত যত শত অন্যায়ে,
কবিতা তুমি আলোক মশাল হবেই হবে জয়ে।
কবিতা তুমি মায়ের আঁচল বাবার শক্ত হাত,
কবিতা তুমি কেতন উড়াও অন্যায়ের প্রতিবাদ।
কবিতা তুমি প্রেমের পাবন প্রিয় বনলতা সেন,
কবিতা তুমি নিগুড় প্রেমের বাঁচিবার লেনদেন।
কবিতা তুমি বিশ্ব ধরায় সৃষ্টি সভ্যতার,
কবিতা তুমি আরাধে শ্রষ্টার প্রীত লভিবার।
কবিতা তুমি শত মননের দ্রোহের প্রকাশ,
কবিতা তুমি প্রেমিক হৃদয়ে ভালবাসার চাষ।
কবিতা তুমি সৃষ্টি চেতনা মায়ের মুখের বোল,
কবিতা তুমি জন্মের ক্ষুধা প্রতিবাদ কলরোল।
কবিতা তুমি আগামীর প্রত্যয় উজ্জল রবিকণা,
কবিতা তুমি জগত মাঝারে শান্তির আলোচনা।
কবিতা তুমি ক্ষুধার্ত শাবকের কাঙ্খিত দুগ্ধবান,
কবিতা তুমি জাতিস্মরের স্বপ্নসৌধ মহিয়ান।
কবিতা তুমি কলুষিত আধারের প্রতিরোধ দূর্নিবার,
কবিতা তুমি শাসকের বিরুদ্ধে শোষিতের হাতিয়ার।
# #
আসরের প্রিয় কবি ডলি পারভীন এর ১৯.০৭.২০১৮ইং তারিখের "কবিতা তুমি" কবিতার মন্তব্যে আমার শুভেচ্ছা প্রয়াস।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ/১০ জিলক্বদ ১৪৩৯ হিজরী/২৪ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190