তোমার ফোনে আমার মনে
লাগল ভীষন দোলা,
মধুর বন্দে হ্নদয় ছন্দে
হয়েছি আত্নজ ভোলা।
তোমার সৃষ্টি প্রেমের দৃষ্টি
গেথেছ মিলন মালা,
পথিক শ্রান্ত অধিক ক্লান্ত
কবিতা প্রেমের পালা।
পাগল পারা প্রেমের ধারা
অতল প্রগাঢ় বান,
হ্নদয় চিত্তে গীতির নৃত্যে
শ্রাবন ধারার টান।
আজকে কলি প্রভাত অলি
গায়'যে তোমার গান,
কবিতা তুমি প্রেমের ভুমি
বাগেতে পুষ্পের প্রাণ।
প্রেমই স্বর্গ প্রেমই মর্ত
প্রেমেই জগৎ জয়,
ভুবন সৃষ্ট জীবন কৃষ্ট
প্রেমেতে অমর রয়।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/২৪ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/৫ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com