আমি আর কবিতা লিখব না
আর বাসব না ভাল,
না আমাকে, না তোমাকে
খুঁজব'না ঐ সৃষ্টির আলো।
কবিতায় আজ ভালবাসা নেই
কেবলি স্বার্থের সংঘাত,
ছন্দ মাত্রায় নেই অন্তমিল
অযথা জীবন প্রপাত।
প্রেম প্রতিবাদ দ্রোহ বিদ্রোহে
ছিলে তুমি আমার,
মেকি সভ্যতায় ভুলুন্ঠিত হায়
আবেশী জীবন তোমার।
মানবতা শুধুই নিজেকে নিয়ে
উল্লাসে গান গাওয়া,
সভ্যতা ছোটে আজ অসভ্যতায়
পরম সুখ পাওয়া।
লুকিয়ে খোঁজা প্রেম পিয়াসী
আকুল সে আহ্বান,
বুঝি প্রিয় মরণ মর্তে আজিকে
শবদেহ শ্মশান।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/১৬ সফর ১৪৪০ হিজরী/২৭ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।