এক বুক জমানো ব‌্যথার দহন
এক নদী নীলাভ রক্ত স্রােত
ভাঙ্গা স্বপ্নের হাজার টুকরো আয়না
কেউ কি বলতে পারে?
জমে থাকা চোরাবালির অব্যক্ত বাঁধ
দেখে না তার ভাঙ্গা গড়ার খেলা।
চাঁদ সুরুজের অহর্নিশ চলাফেরা
চলছে হাজার রঙিন মাতাল মেলা।

প্রিয় কবিতা আমার,
পারবে কি ব্যথা দহন উপশম করতে
স্বচ্ছ জলের স্রোতে নদীকে বিধৌত করতে
পারবে কি জীবনের ভাঙ্গা স্বপ্ন জোড়া দিতে।

করোনা কি পেরেছে আজ..?
দমের চৌকাঠে আজ হায়েনার হানা
কেন দরজা আটকে রাখিস আজ
কোন ভয়ে মানবতা আজ একে লীন!

মসজিদ মন্দিরের মিনারে লাল নিশান
আজ কোন খোলশেতে বন্দী,
সৃষ্টি ভয়ে ভীত সন্ত্রস্ত, স্রষ্টাতে নয়!

কবিতা,
তুমি কি পার না মানবতার ঝান্ডা হাতে
সত্য প্রকৃতি লয়ে বেঁচে থাকতে,
এই হানাহানির বিভেদ ভুলে
অ-ধর্মের দাসত্ব থেকে মুক্ত করে
মানবের মাঝে সত্যকে প্রতিষ্ঠা করতে

কবিতা, প্রেম আমার
তুমি কি পারবে না!!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/১৮ রজব ১৪৪১ হিজরি/১৪ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।