লক্ষ তারার মাঝে ভুপেন
তোমায় খুঁজিলাম,
শরৎ বাবুর কাছে খোলা
চিঠি পাঠালাম।
তোমার গফুর মহেষ এখন
বাঁচা ভীষন দায়,
সভ্যতার এই মরণ নেশায়
আমিনা ধর্ষিত হয়।
গেল বছর বন্যা হল
এ'বছরে ঝড়,
ক্ষেতের ফসল জলের তলে
শুন্য শীষে ভর।
বর্গী চাষের নীল জমিতে
নতুন জমিদার,
খাচ্ছে গিলে এ'দেশ তোমার
শত অনাচার।
করেছ দেশ তো স্বাধীন
আছি সবে বেশ!
তোমার গফুর আমিনা আর
তোমারই মহেষ।
একমুঠো ভাত জীবনের ঘাত
গফুর আমিনা,
শরৎ বাবু এ'চিঠি পাবে
কিনা জানিনা।।
# #
প্রয়াত শ্রদ্ধেয় স্বনামধন্য মানবতাবোধের গায়েন কবি ভুপেন হাজারিকার যে কোন গানই এখনও আমার মনকে মোদির করে তোলে। তার বিখ্যাত "শরৎ বাবু" গানের মুগ্ধতায় একটু সঙ্গে থাকার মানষে এ প্রয়াস- তার চরণে উৎসর্গ।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৫ শাবান ১৪৩৯ হিজরী/১২ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190