হোস হোস ফোঁস ফোঁস
দুষ্ট মিষ্টি ইকরা বোশ,
থামরে তোরা একটু দাঁড়া
রাগত নেতার খামোশ।
খামোশ নিয়ে কত কথা
যত মাথা ততই ব্যথা,
আলু মাছের তরকারীতে
নাড়ছে সবাই চামচ।
খামোশ যদি বাংলা হতো
তবে বড়ই ভালো হতো,
খামোশ তথা নিক্তি কথা
ভাসানীকে দিচ্ছ দোষ।
অনেক দিন খাইনি বলে
যাকনা দেশটা রসাতলে,
কারে কেবা দিচ্ছে দোষ
বলছে নেতায় খামোশ।
মুক্তিযুদ্ধের আদর্শ মনে
ধরব হাতটি বিজয় রণে,
নইলে ছিন্ন হবেই কোষ
থামুক বাংলায় খামোশ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/০৯ রবিউস সানি ১৪৪০ হিজরী/১৭ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।