আইলান স্রোতে ভাসে চোরাবালি মানবতা,
কুকুর কামড়ে দাঁতে ভ্যাকসিন ফ্রিজে কথা।
ধর্ম চাদরে ঢাকা শেয়ালের হুংকার,
ধুলোমাখা মৌলিক ড্রাম-সুরে ঝংকার।
লালন পায়'না খুঁজে বিশ্ববিধাতা কার,
অধীর পিয়াস লাগি সৃষ্টি যে সবাকার।
যুদ্ধ দামামা দ্রোহে শান্তির মুখ কথা,
সভ্যতা অভিনয়ে মুখপোড়া মানবতা।
সত্য যে সুবচন বংশ ধ্বংস ভয়ে,
নেশামোহে ঘুমঘোরে অসাড় বিবেক লয়ে।
ভিখিরি বাসন ফেলে পথিক উঠুন জেগে,
শকুনের কি'বা জাত তাড়ালেই যাবে ভেগে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/০৬ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৫ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।